আসলে কেউ কারো নয় তবুও ও যত মায়া, আক্ষেপ –
আকাশ উরা ফরিং গুলো দেখলাম তাদের ডানা মেলে কোনো বাঁধা না মেনে কী সুন্দর ভাবে উরছে –
কিন্তু কতদিন ঠিক বলতে পারব না, তারা কী ক্লান্ত হয় না ? আমার মত আজ আমি যতটুকু ক্লান্ত হয়ে আছি –
পরিবর্তন না চাইলেও হয়ে যাওয়া –
না মেনে ও মেনে নেওয়া –
না চাইলেও ইচ্ছার বিরুদ্ধে ছেড়ে দেওয়া –
সাজুক না আমার অপরূপা –
সাজুক না বৃষ্টির ফোঁটা গুলো আমার কষ্ট দ্বারা –
দিন গুলো যায়, রেখে যায় মায়া, ফেলে যায় স্মৃতি –
আসমানের দিকে তাকিয়ে, দুইটা দীর্ঘশ্বাস ফেলে এখন বলা হয়, মাইনসে সব করিয়া সুখি থাকুক –