নতুনত্ব

98
0

আসলে সবাই নতুনত্বের ছোঁয়া চাই, আর আমি চেয়েছি আপনাকেই নুতন করে প্রত্যেকটি প্রহরে সাজাতে –

হয়তো নতুনত্বের খোঁজে হারিয়ে যায় সবাই, আমিও গিয়েছিলাম আপনার থেকে দূরে –

তবে শান্তি পায়নি সেই স্থান এ যেখানে আপনার পাইনি অবস্থান –

নতুন করে গরতে গিয়ে শূন্য হয়ে গেলাম আমি, তখন বুঝেছি আপনি মানুষ হয়তো আমার কাছে ছিলেন সবচেয়ে বেশি দামী –

আপনাকে আবার উপলব্ধি করার জন্য কত গুনেছি তারা, কিন্তু আজও আমি পাইনি আপনার শারা –

তবে সবকিছু কী বৃথা যাবে ? নাকি আপনি হঠাৎ এসে বলবেন আছি আমি পাসে সবকিছু ঠিক হয়ে যাবে –

Craze__aruuu
লিখেছেন

Craze__aruuu

শেষ থেকে শুরু 🕊️🖤

মন্তব্য করুন