যাদুর শহর……
আমি হেঁটেছি বহুদূর পথ
একেলা শহর পথে,
আমি খুঁজেছি তোমাকে
এই
বহুব্রীহি মানুষের ভীড়ে।
শত ইটের পাহাড়ে
আমি খুঁজেছি একটি
নেম প্লেট,
যার অঙ্কে রয়েছে
টু,থ্রি,নাইন,,এইট।
এ শহরে আমার নেই
কোনো বন্ধু,
তা নিয়ে আক্ষেপ নেই
মনে এক বিন্দু।
দুপুরের কড়া রোদে
শরীর প্রায় ঘামস্নান,
ব্যস্ত শহরের ভীড়ে
আতঙ্কিত
আমার ছোট্ট প্রাণ।
ঘন থেকে ঘনত্বর আধার
নেমে আসছে চারদিক,
আমি হতাশ গলায়
নিশ্বাস নেই
একরাশ ক্লান্তির।
-আজমির আহমেদ-
Nice