-পৈশাচিক আনন্দ!

683
0

-পৈশাচিক আনন্দ…

তুমি খুব পৈশাচিক আনন্দ পাও তাই না!
যখন আমি তোমার তীব্র অপেক্ষার পর,
তুচ্ছতার ফাঁস গলায় পেঁচিয়ে অঝরে কাঁদতে থাকি!

তোমার – মৃত্যু কামনা, যেনো আমায় রোজ একটু একটু করে শেষ করে ফেলছে ।
যেখনে সে রাতে ভালোবাসি বলে অচিরেই তুমি বাঁচতে শিখিয়েছিলে কোনো কালে ।
খুব আনন্দ পাও তাই না!?

সত্যি তোমার ভালোবাসায় পৈশাচিক আনন্দ আছে প্রিয় ।
তোমার সিগারেটের শেষ টানের মত ,
আমার হৃদয়ে কালো ক্ষত ,ধোঁয়ার মতো নিঃশেষ করে দিচ্ছে আমায় ।

-আজমির আহমেদ-

আজমির আহমেদ
লিখেছেন

আজমির আহমেদ

-আমি হেরে গেলাম
তোমার সেই বৃত্ত চোখে;
যার অভ্যন্তরে
ভেসে বেড়ায় এক সমুদ্র নোনা জল।

মন্তব্য করুন