তুই কি আমার একার হবি?

895
0

তুই কি আমার একার হবি….

তুই কি আমার একার হবি?
আলো ছাড়াও কাল বেলাতে
ছন্দহীনের তাল মেলাতে
আমার ছায়ার বাঁধা হবি?
রোদ্দুপুরের তীক্ষ্ণ তাপে
মস্তিষ্কের রাগ মেটাতে
আমার জন্য বৃষ্টি হবি?
ঘন কালো অন্ধকার পথ
একলা একলা পাড়ি দিতে
আমার আলোর উৎস হবি?
হেমন্ত ও শীতের শেষে
নিস্তব্ধ হাওয়ার গন্ধে মিশে
আমার জন্য বসন্ত হবি?
জোনাকি জ্বলা নিশিরাতে
দুই চোখের দুই মনির মাঝে
আমার জন্য ঘুম হবি?
তুই কি একান্তই আমার একার হবি?

-আজমির আহমেদ-

আজমির আহমেদ
লিখেছেন

আজমির আহমেদ

-আমি হেরে গেলাম
তোমার সেই বৃত্ত চোখে;
যার অভ্যন্তরে
ভেসে বেড়ায় এক সমুদ্র নোনা জল।

মন্তব্য করুন