-আগামীকাল।

136
0

আগামীকাল….

একটি আগামীকালের আশায়-
আমি হত্যা করেছি গত ২ বছরের পাওয়া,
প্রত্যেকটা গতকালকে।
অথচ আমার জীবনে সে আগামীকাল আর আসে নি।
সে আগামীকাল  নিতান্ত কল্পনা না হয় অলুক স্বপ্ন।

একটি আগামীকালের আশায় –
আমি হত্যা করেছি অতীতে দেখা,
প্রত্যেকটা স্বপ্নকে।
অথচ আজ এসে জানলাম,
সেই আগামীকালই আমার দুঃস্বপ্ন।

একটি আগামীকালের আশায় –
হাজার দিনের চিরচেনা পথ বদলে ফেললাম।
হাঁটতে শুরু করলাম এক নতুন পথে,
অথচ এই পথের শেষ প্রান্তে এসে দেখি,
আর কোনো রাস্তা নেই।
শেষটায়-
অলুক স্বপ্ন আর ভ্রান্ত ধারণার এক মহাসাগর।

…….-আজমির আহমেদ-

আজমির আহমেদ
লিখেছেন

আজমির আহমেদ

-আমি হেরে গেলাম
তোমার সেই বৃত্ত চোখে;
যার অভ্যন্তরে
ভেসে বেড়ায় এক সমুদ্র নোনা জল।

মন্তব্য করুন