আক্ষেপ…..
তুমি মানুষ না হয়ে পাখি
হলে ভালো হতো
রং হতো তোমার নীল,
অপরাজিতা নয়
উপাধি হতো তোমার কোকিল।
উড়ে যাওয়া পাখির
রেখে যাওয়া পালকের মতো
দিয়েছো তুমি স্মৃতি,
তোমারেই ভেবে ভেবে করি রোজ
কবিতা আবৃতি।
কি উপমা দেবো তোমায়
আগুন নাকি পরি?
ধরতে গেলে আহত হই
আর ভুলতে গেলে মরি।
……………-আজমির আহমেদ-