ভবঘুরে!

1
0

ভবঘুরে………

আমি তোমার নগরে
খুঁজি তোমারে।
কখনো জলে,কখনো পাহাড়ে,
কখনো বা জানালায়,
উড়ে উড়ে পথের পর পথ
ক্লান্ত মাখা ডানায়।
বিস্তৃত ঘন নীল আকাশ
তার মধ্যে এক টুকরো কালো মেঘ,
তবুও তোমাকে খুঁজি কাটিয়ে
প্রবল ঝড়ের বেগ।
গ্রীষ্ম,শীত,বসন্ত
হোকনা ঋতু যাই
উড়বো আমি ততক্ষণ
যতক্ষণ না
তোমার ঠিকানা পাই।
যাকে তুমি খুঁজে পেয়েছো
সে চিরস্থায়ী তোমার থাক,
আমি বরং সুখের খোঁজে
ভবঘুরে হয়ে খাই ঘুরপাক।

……. -আজমির আহমেদ-

আজমির আহমেদ
WRITTEN BY

আজমির আহমেদ

-আমি হেরে গেলাম
তোমার সেই বৃত্ত চোখে;
যার অভ্যন্তরে
ভেসে বেড়ায় এক সমুদ্র নোনা জল।

মন্তব্য করুন