তুমি বরং চলেই যাও!

1
0

তুমি বরং চলেই যাও…….

তুমি বরং চলেই যাও,
তুমি বিহীন আমি
অনেক অগোছালো।
তুমি না থাকলে হয়তো,
নিজেকে নিজেই গুছিয়ে নেবো।
তুমি বরং চলেই যাও,
তুমি থাকলে তোমার শূন্যতা
অনুভব করার ক্ষমতাও আমার
শূন্য।
তুমি না থাকলে হয়তো,
তোমার শূন্যের মর্মতা বোঝার
ক্ষমতা আমার পূর্ণ হবে।
তুমি বরং চলেই যাও,
তুমি না থাকলে হয়তো,
বিষাদ দুপুরের স্বাদ গ্রহণ করবো।
হয়তো,
নিশি রাত্রির ঘনত্ব
উপলব্ধি করবো।
তুমি বরং চলেই যাও,
তুমিতো আমার থেকেও
আমার না।
তুমি না থাকলে হয়তো,
নিজেকেই নিজের করে
নিবো।
অনুভূতির সাথে খেলে
ছাড়া ছাড়া হয়ে
থাকার চেয়ে ভালো,
তুমি বরং চলেই যাও।

….-আজমির আহমেদ-….

আজমির আহমেদ
WRITTEN BY

আজমির আহমেদ

-আমি হেরে গেলাম
তোমার সেই বৃত্ত চোখে;
যার অভ্যন্তরে
ভেসে বেড়ায় এক সমুদ্র নোনা জল।

মন্তব্য করুন