দুঃখের রং!

284
0

দুঃখের রং……..

ছিলেম যখন ছোট্ট
ভাবিতাম হায়,
দশ পয়সার লজেন্স
কিনে দিতে মা না চায়।
হইলো বয়স ষোলো
মনে ফুটিলো
ভালোবাসার আলো।
প্রেমপত্র বাতিল করিয়া
করিলো অপমান
দুঃখে-কষ্টে ছাড়খার
আমার প্রাণ।
না করি ব্যাবসা
না করি অফিস
এই ভাবতে ভাবতে
হইলো বয়স তিরিশ।
দেখিতে দেখিতে কাটিলো
আরও কিছু সাল,
বিবাহ করিয়া ধরিলাম
সংসারের হাল।
শেষ কালে ভাবি
দুঃখের রং কি?
নীল না লাল?
দুঃখ যেন গ্রাস করে আমারে
সর্বকাল।

-আজমির আহমেদ-

আজমির আহমেদ
লিখেছেন

আজমির আহমেদ

-আমি হেরে গেলাম
তোমার সেই বৃত্ত চোখে;
যার অভ্যন্তরে
ভেসে বেড়ায় এক সমুদ্র নোনা জল।

মন্তব্য করুন