তোমাকে ছাড়া

196
0

তুমি যখন আমার কাছে ছিলে
তখন গাছের কাছে গেলে আমার ভীষণ আনন্দ বোধ হতো
লতাপাতার উৎসাহ দেখে আমি সারাদিন তার কাছে ঘুরে বেড়াতাম
কোনো কোনো দেন পাখিদের
বাষভূমিতে আমার অনেক উপাখ্যান শোনা হতো
তুমি যখন আমার কাছে ছিলে
তখন প্রত্যহ সূর্যোদয় দেখতে যেতাম তোমাদের বাড়ির পুরনো ছাদে
তোমার সেই যে দজ্জাল ভাই সারারাত তাস খেলে এসে
পড়ে পড়ে তখনো ঘুমাতো,
তুমি যখন আমার কাছে ছিলে
তখন আমার রোজ ভোরবেলা ঘুম ভাঙতো, যেতাম
প্রকৃতির কাছে মানবিক অনুভূতি নিয়ে
মানুষের দুঃখ দেখে আমার তখন ভীষণ কান্না পেতো
এখন আমার আর সেই অনুভব ক্ষমতা নেই
মানুষের নিষ্ঠুরতা ও পাপ দেখেও আমি দিব্যি চায়ের দোকানে
বসে হাসতে হাসতে চা খাই
সেলূনে চুল কাটার সময় পাশেই অবৈধ কতো কী ঘটে যায়
তুমি কাছে না থাকলে আমি দিন দিন অমানুষ হয়ে উঠি
আশেপাশে সবার সঙ্গে দুর্ব্যবহার করি
মানুষ ও প্রকৃতির দিকে চেয়ে আমার হিংসা বোধ হয়
তুমি না থাকলে মেয়েদের রূপ কিংবা ফাহমিদা খাতুনের
রবীন্দ্রসঙ্গীত কিছুই আমাকে আকর্ষণ করে না
শিশুদের প্রতি মমত্ববোধ জাগে না আমার
একে একে সকাল দুপুর সারাদিন নষ্ট হয়
কোনোকিছুই করতে পারিনে আমি
তুমি না থাকলে বড়ো দুঃসময় যায়, সর্বত্র বন্ধুবিহীনভাবে
বাস করি
এই ঢাকা শহর ভীষণ রুক্ষ মনে হয়
কাউকি ডাকলে সাড়া দেয় না, সবাই আমার বিরুদ্ধাচরণ করে
তুমি না থাকলে এই বাড়িঘর শহরের লোকজন
সম্পূর্ণ আমার অপরিচিত মনে হয়
নিজেকেই নিজের অচেনা লাগে
মনে হয় দীর্ঘ দিন থেকে আমি যেন কোনো অজ্ঞাত অসুখে ভুগছি
তুমি না থাকলে বাস্তবিক আমি বড়ো কষ্টে পড়ি
বড়োই কষ্ট হয়।

অসীম সাহা
লিখেছেন

অসীম সাহা

অসীম সাহা একজন বাংলাদেশী কবি, ঔপন্যাসিক, গল্পকার, প্রবন্ধকার, সাংবাদিক, চলচ্চিত্রকার, এবং গীতিকার। তিনি ১৯৪৯ সালের ২০শে ফেব্রুয়ারি নেত্রকোণা জেলায় জন্মগ্রহণ করেন। তার পৈত্রিক নিবাস মাদারীপুর।

অসীম সাহা ১৯৬৪ সালে নেত্রকোণা জিলা স্কুল থেকে মাধ্যমিক এবং ১৯৬৬ সালে বরিশাল কলেজে থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন। ১৯৭১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।

অসীম সাহার লেখা প্রথম কবিতা প্রকাশিত হয় ১৯৬৩ সালে 'চাঁদ ও তারা' পত্রিকায়। তার প্রথম কাব্যগ্রন্থ 'পূর্ব পৃথিবীর অস্থির জ্যোস্নায়' প্রকাশিত হয় ১৯৭০ সালে। তার অন্যান্য উল্লেখযোগ্য কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে:

* ভালোবাসার কবিতা (১৯৭২)
* কালো পালকের নিচে (১৯৭৫)
* পুনরুদ্ধার (১৯৮৩)
* আগন্তুক (১৯৮৭)
* অনন্যা (১৯৯৩)
* গদ্যপদ্য (১৯৯৭)
* চিরদিন বাঙালি (২০০১)
* প্রেম ও বিরহ (২০০৫)

অসীম সাহা ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেন। তিনি বাংলাদেশ টেলিভিশনের একজন জনপ্রিয় উপস্থাপক ছিলেন। তিনি কয়েকটি চলচ্চিত্রের চিত্রনাট্য ও সংলাপ রচনা করেছেন।

অসীম সাহার সাহিত্যকর্মের জন্য তিনি অসংখ্য পুরস্কার ও সম্মাননা পেয়েছেন। তিনি ২০১২ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, ২০১৯ সালে একুশে পদক এবং স্বাধীনতা পুরস্কার লাভ করেন।

অসীম সাহার কবিতাগুলির মধ্যে প্রেম, প্রকৃতি, দেশপ্রেম, মানবতাবাদ, ধর্ম, দর্শন, ইতিহাস, বিজ্ঞান, প্রযুক্তি, সমাজ, রাজনীতি ইত্যাদি বিষয় প্রাধান্য পেয়েছে। তার কবিতাগুলির ভাষা ও ছন্দ অত্যন্ত সুন্দর ও মনোমুগ্ধকর। তিনি বাংলা সাহিত্যের একজন অন্যতম শ্রেষ্ঠ কবি।

অসীম সাহার সাহিত্যকর্মের কিছু উল্লেখযোগ্য দিক হল:

* তার কবিতাগুলির ভাষা ও ছন্দ অত্যন্ত সুন্দর ও মনোমুগ্ধকর।
* তার কবিতাগুলির মধ্যে প্রেম, প্রকৃতি, দেশপ্রেম, মানবতাবাদ, ধর্ম, দর্শন, ইতিহাস, বিজ্ঞান, প্রযুক্তি, সমাজ, রাজনীতি ইত্যাদি বিষয় প্রাধান্য পেয়েছে।
* তার কবিতাগুলির মধ্যে নতুনত্ব ও সৃজনশীলতার ছোঁয়া রয়েছে।

অসীম সাহা বাংলা সাহিত্যের একজন অন্যতম শ্রেষ্ঠ কবি। তার সাহিত্যকর্ম বাংলা সাহিত্যের এক অমূল্য সম্পদ।

মন্তব্য করুন