মেয়ে হয়ে মা তুই আয় না কাছে ( শ্যামা সঙ্গীত )

মেয়ে হয়ে মা তুই আয় না কাছে
আমার মেয়ে হয়ে তুই থাক না ঘরে ||

আমি যা খাব মা গো তুইও তাই খাবি ||
পারবি না কি স্বর্গ থেকে এই ছোট্ট ঘরে চলে আসতে ||

স্বর্গের মতো পাবি না হেথায় অমন স্বর্গীয় সুখ ||
আমার যেমন আছে তাই দিয়ে মা তোকে আমি করব সেবা ||

বা বা বলে মা ঝাঁপিয়ে পড় না কোলে ||
তোরে নিয়ে আমি গড়ব বাবা মেয়ের ছোট্ট সংসার ||

মন্তব্য করুন