একবার পাখিদের ভাষাটা যদি
শেখাতেন সোলেমান পয়গম্বর ।
জানতাম পাতাদের আড়ালে তারা
খড় দিয়ে কেন গড়ে ঘর সুন্দর;
কোন্ সুখে আকাশের নীল অঙ্গন
ভেঙে দেয় পাখিদের প্রাণ-সঙ্গীত
পাই যদি পাখালির প্রান্তিক মন
ছুঁই তবে আকাশের নীল অন্তর-
একবার পাখিদের ভাষাটা যদি
শেখাতেন সোলেমান পয়গম্বর ।
দেখবো তুফান আর ঝড় বৃষ্টি
কেবলি মেলবো পাখা দূর শূন্যে
আমার শহর ছেড়ে উড়বাে একা
পাখির মেজাজ যদি পাই পূণ্যে ।
মাঠে ঘাটে পড়ে থাকে যেই খাদ্য
ঠোঁট দিয়ে খুঁটে খুঁটে তুলবো আমি
পাখিদের বাধা দেয় কার সাধ্য
এ-ভাবে কাটাতে চাই আমার প্রহর–
একবার পাখিদের ভাষাটা যদি
শেখাতেন সোলেমান পয়গম্বর ।