তোমার প্রতি কৃতজ্ঞ

59
0

তার দোয়া বৃথা যায়নি,
আমার মাথা ব্যথা ভাল হয়নি।
কীভাবে হবে ভালো বলো,
আমি তো আর তাকে পাইনি!

সে তো আসতে চেয়েছিল,
আমায় ভালোবাসতে চেয়েছিল
পথে যে সে আটকা পেরেছিলো।
অন্য কারো প্রতি মায়া বেড়েছিল!

তার তার প্রতি মায়া বাড়ছিলো,
আমার বাড়ছিলো অসুখ,
সে দেখেছিলো আমার শোক,
হয়তো কেঁদে ভাসিয়েছিল তার বুক,

সে চেয়েছিল আমার সুখ,
দিতে চায়নি কখনো দুখ,
তাইতো সে বলেছিলো,
❝তার মাথা ব্যাথ্যা ভালো হোক,
তবে তা একবারে না হোক!❞

আখিরুল ইল্লিন
লিখেছেন

আখিরুল ইল্লিন

জন্ম টাঙ্গাইলের সখিপুরে। বেড়ে উঠাও সেখানেই। ছোটবেলা থেকেই পড়াশোনায় ভালো। পড়াশোনার পাশাপাশি দুর্দান্ত এ বালক বিভিন্ন ধরনের ভলান্টিয়ারিং কার্যক্রমের সাথে ওতপ্রোতভাবে জড়িত। কবিতা লেখা তার শখ, পাশাপাশি গল্পও লেখে সে। গল্প, কবিতা কিংবা সাহিত্যের প্রতি গভীর এক ভালোবাসা থেকেই সে প্রতিষ্ঠা করে 'সাহিত্য রস' নামে এক সাহিত্য সংগঠন।

মন্তব্য করুন