তারা বলতে পারেনা

131
0

আমি বন্ধুত্ব পছন্দ করি,
বন্ধুত্বের গভীরতা পছন্দ করি।
কিন্তু গভীর বন্ধুত্বের নামে
একে অপরকে গালি দেওয়া নয়।
পরম শ্রদ্ধেয় বাবা মাকে
নিজেদের দেওয়া গালিতে
লাঞ্ছিত করা নয়।

গালি দেওয়া যদি গভীর বন্ধুত্ব হয়,
তবে আমি একা থাকা বেছে নেব,
একা থাকা বেছে নিলাম।

আখিরুল ইল্লিন
লিখেছেন

আখিরুল ইল্লিন

জন্ম টাঙ্গাইলের সখিপুরে। বেড়ে উঠাও সেখানেই। ছোটবেলা থেকেই পড়াশোনায় ভালো। পড়াশোনার পাশাপাশি দুর্দান্ত এ বালক বিভিন্ন ধরনের ভলান্টিয়ারিং কার্যক্রমের সাথে ওতপ্রোতভাবে জড়িত। কবিতা লেখা তার শখ, পাশাপাশি গল্পও লেখে সে। গল্প, কবিতা কিংবা সাহিত্যের প্রতি গভীর এক ভালোবাসা থেকেই সে প্রতিষ্ঠা করে 'সাহিত্য রস' নামে এক সাহিত্য সংগঠন।

মন্তব্য করুন