স্বপ্ন!
কিছু স্বপ্ন ডায়রিতেই থেকে যায়,
কিছু স্বপ্ন ভেঙে যায়,
কিছু স্বপ্ন পুড়ে যায়, মনের আগুনে
কিছু স্বপ্ন ভিজে যায়, অশ্রুজলে
স্বপ্নই স্বপ্নের জন্ম দেয়,
স্বপ্নই মানুষকে
হাসতে শেখায়, বাঁচতে শেখায়
জানতে শেখায়, বুঝতে শেখায়
স্বপ্নই আমাদের,
কর্ম শেখায়, মর্ম শেখায়।
এই সকল স্বপ্নের ভিড়ে,
একটা স্বপ্ন সকলেই দেখে,
কেউ ইচ্ছায়, কেউবা অনিচ্ছায়।
মানুষ তার জন্মক্ষণ থেকেই
এই স্বপ্নের জন্য,
অধীর অগ্রহে এবং ব্যস্ততায় অপেক্ষা করে।
স্বপ্নও এমন, কাউকে নিরাশ করে না।
এই স্বপ্ন সম্পর্কে বলতে গেলে,
হয়তো বলা শেষ হয়ে যাবে
কিন্তু কথা নয়।
হয়তো খাতা-কলম শেষ হয়ে যাবে
কিন্তু লেখা নয়।
সেই নির্মম সত্য,
স্বপ্নটি হলো ‘মৃত্যু’।