মন পুড়ে

118
0

এ প্রেম কেমন ছিলো,
না এসেই চলে গেল
জীবনটা করে এলোমেলো!

যার কাছে সব দুঃখ বলি,
সেই আজ দুঃখ হলো,
ভেতরটা আজ রুক্ষ হলো!

হয়তো সে ভাবে
কষ্টটা অতি সূক্ষ ছিল।
সে আমার দুঃখ ছিল!
কি করে আর বুঝবে সে,
ভালোথাকা তো কেড়ে নিল।

মনখারাপ যে করতো ভালো,
সেই আজ কারণ হলো।
যার প্রতি সব গুরুত্ব ছিল,
উপেক্ষা করে চলে গেল!

সময়টা খুব স্বল্প ছিল,
পরিচয়টা খুব অল্প ছিল,
সে আমার দুঃখ ছিল,
সে আমার দুঃখ ছিল!

আখিরুল ইল্লিন
লিখেছেন

আখিরুল ইল্লিন

জন্ম টাঙ্গাইলের সখিপুরে। বেড়ে উঠাও সেখানেই। ছোটবেলা থেকেই পড়াশোনায় ভালো। পড়াশোনার পাশাপাশি দুর্দান্ত এ বালক বিভিন্ন ধরনের ভলান্টিয়ারিং কার্যক্রমের সাথে ওতপ্রোতভাবে জড়িত। কবিতা লেখা তার শখ, পাশাপাশি গল্পও লেখে সে। গল্প, কবিতা কিংবা সাহিত্যের প্রতি গভীর এক ভালোবাসা থেকেই সে প্রতিষ্ঠা করে 'সাহিত্য রস' নামে এক সাহিত্য সংগঠন।

মন্তব্য করুন