মাঘে বৃষ্টি

91
0

মাঘের রাতে হঠাৎ বৃষ্টি,
আমার মনের ভিতর
নানা ভাবনার সৃষ্টি।

এমনই এক রাত ছিল তখন,
আমাকে তুমি ছেড়ে
গিয়েছিলে যখন।

অনেক বছর পর আবার
তোমার ভাবনায় ডুবে যাবার,
পেয়েছি এক দারুণ বাহানা।

সেদিন রাতে আমার কান্না
নেমেছিল রাতের বৃষ্টি হয়ে,
তুমি কি সত্যিই হয়েছিলে
খুশি, আমায় ছেড়ে গিয়ে?

জানিনা এখন তুমি
কেমন আছ,
আমাকে ছাড়া একা
কেমনে বাঁচ।

এতবছর পর আবার
এই রাতে
পড়ছে কি একবারও
মনে আমাকে?
আজ কিন্তু আমি একদমই
ভুলতে পাড়ছিনা তোমাকে।

টিনের চালের উপর পড়ে
বৃষ্টির ফোটা,
তার থেকে সৃষ্ট টপ শব্দটা,
আমার মনের ভিতর চলা
তুমার ভাবনাটা
আরও দেয় অনেক বাড়িয়ে,
হাজার গুণ ছাড়িয়ে।

সেদিন আমার মনের ব্যাথা
প্রকৃতি দিয়েছিল কমিয়ে।
আজ সেই যেন দিচ্ছে বাড়িয়ে,
পুরোনো বিষয় মনে করিয়ে।

চাইনা আজ আর
বেশি কিছু বলতে,
মনের আগুনে আরও
ভালো করে জ্বলতে,
তবে বলব শুধু এটুকু
না বললেই নয় যেটুুকু।

পড়বে আমায় মনে যখন
নিরবে তুমি কেদনা তখন।

আখিরুল ইল্লিন
লিখেছেন

আখিরুল ইল্লিন

জন্ম টাঙ্গাইলের সখিপুরে। বেড়ে উঠাও সেখানেই। ছোটবেলা থেকেই পড়াশোনায় ভালো। পড়াশোনার পাশাপাশি দুর্দান্ত এ বালক বিভিন্ন ধরনের ভলান্টিয়ারিং কার্যক্রমের সাথে ওতপ্রোতভাবে জড়িত। কবিতা লেখা তার শখ, পাশাপাশি গল্পও লেখে সে। গল্প, কবিতা কিংবা সাহিত্যের প্রতি গভীর এক ভালোবাসা থেকেই সে প্রতিষ্ঠা করে 'সাহিত্য রস' নামে এক সাহিত্য সংগঠন।

মন্তব্য করুন