করবে কি বন্ধুত্ব

66
0

কেউ যদি তোমাকে
দুইটা থাপ্পর দেয়,
আমি তাকে চারটা
থাপ্পর হয়তো দিতে পারব না।
তবে তোমাকে বলতে পারব
তাকে ক্ষমা করে দিতে।

কেউ একটা গালি দিলে
আমি পাল্টা গালি
তাকে দিতে পারব না।
কিন্তু তুমাকে বলতে পারব,
চুপ থাকতে।

আমি তোমার মুখে
একটা বিড়ি ধরিয়ে দিয়ে
বলতে পারব না, একদিন
তো মরতেই হবে, নে টান দে।
কিন্তু বিড়ি খাওয়ার অপকারিতা
সম্পর্কে তোমায় জানাতে পারব।

তুমি রাগ করলে হয়তো
তোমার রাগ ভাঙাতে পারব না।
কিন্তু তুমি যাতে কখনো রাগ না
কর, সেইভাবে চলতে পারব।

তোমাকে হয়তো ভালো মানুষ
আমি বানিয়ে দিতে পারব না।
কিন্তু ভালো মানুষ হতে
সর্বদা সাহায্য করতে পারব।

তোমার অর্থ সংকটে হয়তো
তোমাকে টাকা দিয়ে সাহায্য
করতে পারব না,
কিন্তু তোমাকে টাকা কামানোর
উপায় বলে দিতে পারব।

এসব কথা মাথায় রেখে যদি
আমার মতো এমন একটা
মানুষকে বন্ধু বানাতে চাও
তবে তোমার হাত বাড়াও।
আমি সর্বদা প্রস্তুত।

আখিরুল ইল্লিন
লিখেছেন

আখিরুল ইল্লিন

জন্ম টাঙ্গাইলের সখিপুরে। বেড়ে উঠাও সেখানেই। ছোটবেলা থেকেই পড়াশোনায় ভালো। পড়াশোনার পাশাপাশি দুর্দান্ত এ বালক বিভিন্ন ধরনের ভলান্টিয়ারিং কার্যক্রমের সাথে ওতপ্রোতভাবে জড়িত। কবিতা লেখা তার শখ, পাশাপাশি গল্পও লেখে সে। গল্প, কবিতা কিংবা সাহিত্যের প্রতি গভীর এক ভালোবাসা থেকেই সে প্রতিষ্ঠা করে 'সাহিত্য রস' নামে এক সাহিত্য সংগঠন।

মন্তব্য করুন