জিত

228
0

যে হারে,
সে জানে,
মেনে নেওয়া কি কঠিন।

এজন্য,
পড়ে যাবে যতবার,
উঠে দাঁড়াবে ততবার।

কখনো যাবেনা হারা
পড়ে গিয়ে উঠেনি যারা,
ভিতর থেকে তারা
গিয়েছে মারা।

প্রচলিত আছে একটা কথা যা
প্রথম শুনে আমার মনে হয়েছিল,
এটা বলা হয়েছে অযথা।
কথাটা হলো এরকম
‘কাজের বেলায় কাজী
কাজ ফুরালে পাজী।’

আসলে আমাদের কখনো
হওয়া যাবেনা পাজি,
হতে হবে কাজী
এবং সেটা আজই।

রাখতে হবে জীবন বাজি,
বাইতে হবে বৈঠা মাঝি।
যতক্ষণ পর্যন্ত না
ভাগ্য হচ্ছে রাজি।

আখিরুল ইল্লিন
লিখেছেন

আখিরুল ইল্লিন

জন্ম টাঙ্গাইলের সখিপুরে। বেড়ে উঠাও সেখানেই। ছোটবেলা থেকেই পড়াশোনায় ভালো। পড়াশোনার পাশাপাশি দুর্দান্ত এ বালক বিভিন্ন ধরনের ভলান্টিয়ারিং কার্যক্রমের সাথে ওতপ্রোতভাবে জড়িত। কবিতা লেখা তার শখ, পাশাপাশি গল্পও লেখে সে। গল্প, কবিতা কিংবা সাহিত্যের প্রতি গভীর এক ভালোবাসা থেকেই সে প্রতিষ্ঠা করে 'সাহিত্য রস' নামে এক সাহিত্য সংগঠন।

মন্তব্য করুন