জানিনা আমি

130
0

আচ্ছা
কবি হতে গেলে কি
প্রেমে খেতে হয় ধোকা?
হতে হয় ব্যর্থ?

মধ্যবিত্ত, নিম্নবিত্ত কিংবা
বিত্তহীন কি হতে হয়?

ঢিলাঢালা পান্জাবি কি পড়তে হয়?
কিংবা পায়জামা?
পড়তে হয়কি গোল ফ্রেমের চশমা?
রাখতে হয়কি লম্বা দাড়ি?
কিংবা গোফ?

রাখতে হয়কি ঠোটের কোনে
মিথ্যা হাসি?
মিথ্যা অভিনয়ে বলতে হয়কি,
আমি তোমায় ভালোবাসি?

নিজ থেকে করে সৃষ্টি
কথা কি বানাতে হয় মিষ্টি?

তাহলে কি আমি কবি নই?

আখিরুল ইল্লিন
লিখেছেন

আখিরুল ইল্লিন

জন্ম টাঙ্গাইলের সখিপুরে। বেড়ে উঠাও সেখানেই। ছোটবেলা থেকেই পড়াশোনায় ভালো। পড়াশোনার পাশাপাশি দুর্দান্ত এ বালক বিভিন্ন ধরনের ভলান্টিয়ারিং কার্যক্রমের সাথে ওতপ্রোতভাবে জড়িত। কবিতা লেখা তার শখ, পাশাপাশি গল্পও লেখে সে। গল্প, কবিতা কিংবা সাহিত্যের প্রতি গভীর এক ভালোবাসা থেকেই সে প্রতিষ্ঠা করে 'সাহিত্য রস' নামে এক সাহিত্য সংগঠন।

মন্তব্য করুন