দিশেহারা কবি

63
0

দিশেহারা এক কবি,
যা চায় মনে
লিখিতেছে তৎক্ষণে।

নেই কোন বাঁধা তার,
নেই কোন কোলাহল,
লিখিতেছে সে বরাবর।

এদিক ওদিক
তাকানোর সময় কি আছে তার,
আছে শুধু লেখালেখি আর
চিন্তা ভাবনার।

যেদিক তার যায় মন,
শুরু করে চিন্তন।
লেখে আর লেখে,
কলমের কালি যায় ফুরিয়ে।

যেখানেই যা দেখিবে,
তাই নিয়ে লিখিবে।
নেই কোন দ্বিধা তার
আছে শুধু লেখা আর
চিন্তা ভাবনা।

খাতার পর খাতা যায় ফুরিয়ে
কত কিজে লেখে সে
যায় শুধু গুলিয়ে।

কবিতা যে শেষ হবে কবে
কে তা জানে?
রাত যে ফুরিয়ে এলো,
দিন যে শুরু হলো,

তবু শেষ হয়নি কবির লেখা।

আখিরুল ইল্লিন
লিখেছেন

আখিরুল ইল্লিন

জন্ম টাঙ্গাইলের সখিপুরে। বেড়ে উঠাও সেখানেই। ছোটবেলা থেকেই পড়াশোনায় ভালো। পড়াশোনার পাশাপাশি দুর্দান্ত এ বালক বিভিন্ন ধরনের ভলান্টিয়ারিং কার্যক্রমের সাথে ওতপ্রোতভাবে জড়িত। কবিতা লেখা তার শখ, পাশাপাশি গল্পও লেখে সে। গল্প, কবিতা কিংবা সাহিত্যের প্রতি গভীর এক ভালোবাসা থেকেই সে প্রতিষ্ঠা করে 'সাহিত্য রস' নামে এক সাহিত্য সংগঠন।

মন্তব্য করুন