দিশেহারা এক কবি,
যা চায় মনে
লিখিতেছে তৎক্ষণে।
নেই কোন বাঁধা তার,
নেই কোন কোলাহল,
লিখিতেছে সে বরাবর।
এদিক ওদিক
তাকানোর সময় কি আছে তার,
আছে শুধু লেখালেখি আর
চিন্তা ভাবনার।
যেদিক তার যায় মন,
শুরু করে চিন্তন।
লেখে আর লেখে,
কলমের কালি যায় ফুরিয়ে।
যেখানেই যা দেখিবে,
তাই নিয়ে লিখিবে।
নেই কোন দ্বিধা তার
আছে শুধু লেখা আর
চিন্তা ভাবনা।
খাতার পর খাতা যায় ফুরিয়ে
কত কিজে লেখে সে
যায় শুধু গুলিয়ে।
কবিতা যে শেষ হবে কবে
কে তা জানে?
রাত যে ফুরিয়ে এলো,
দিন যে শুরু হলো,
তবু শেষ হয়নি কবির লেখা।