চলে যাব

60
0

আমি বাঁচতে পারিনা
আমি মরতেও পারিনা
আমি চলতে পারিনা
সেকথা বলতেও পারিনা।
এসব কিছুর কারণ কি
সেটাও তো আমি জানিনা।

কারণ খুঁজতে গেলাম
অদ্ভুত কিছু পেলাম
আমি নাকি মধ্যবিত্ত!
যাদের থাকেনা কোন চিত্ত।
আজীবন শুধু চেষ্টায় থাকে
বানানোর অনেক বিত্ত।
তারা মৃত্যুবরণ করে নিত্য।

প্রেমিক-প্রেমিকার মতো
তাদের চোখও কথা বলে
সেই মাধ্যমে সৃষ্টিকর্তার সাথে
অনেক গোপন কথা তাদের চলে।
তারা এই আশায়ই থাকে
যদি স্রষ্টার কাছে করা
দোয়াগুলো হঠাৎ কখনো ফলে!
আশায় আশায় পুরো
জীবনটা যায় চলে।

সেই আশা কাচের মতো থেকে যায়
মাঝে মাঝেই তা ভেঙে যায়!
সেই ভাঙায় কিছু কষ্ট পাওয়া দায়।

মধ্যবিত্তরা ধ্বংস হয়ে যাক,
এই চলমান সমাজব্যবস্থায়
শুধু ধনাঢ্য উচ্চবিত্ত আর
নিম্নবিত্তের অবস্থান থাক!

আখিরুল ইল্লিন
লিখেছেন

আখিরুল ইল্লিন

জন্ম টাঙ্গাইলের সখিপুরে। বেড়ে উঠাও সেখানেই। ছোটবেলা থেকেই পড়াশোনায় ভালো। পড়াশোনার পাশাপাশি দুর্দান্ত এ বালক বিভিন্ন ধরনের ভলান্টিয়ারিং কার্যক্রমের সাথে ওতপ্রোতভাবে জড়িত। কবিতা লেখা তার শখ, পাশাপাশি গল্পও লেখে সে। গল্প, কবিতা কিংবা সাহিত্যের প্রতি গভীর এক ভালোবাসা থেকেই সে প্রতিষ্ঠা করে 'সাহিত্য রস' নামে এক সাহিত্য সংগঠন।

মন্তব্য করুন