অজানা

65
0

সাগর তলে অতল পাড়ে
কত’না মানুষ ঘুরে,
কত রকমের প্রাণী সেখানে
কেউ কি তা জানে?

আকাশ ফেড়ে যানে চড়ে
কত মানুষ ভবে উড়ে,
কত কিছু জানতে চায়
দুনিয়া ঘুরে ঘুরে।

উঠছে একবার আকাশ ফেড়ে,
নামছে আবার মাটি চিড়ে।

জানতে চাওয়ার আকাঙ্ক্ষাই,
নিয়ে যাচ্ছে বহু দূরে।

আখিরুল ইল্লিন
লিখেছেন

আখিরুল ইল্লিন

জন্ম টাঙ্গাইলের সখিপুরে। বেড়ে উঠাও সেখানেই। ছোটবেলা থেকেই পড়াশোনায় ভালো। পড়াশোনার পাশাপাশি দুর্দান্ত এ বালক বিভিন্ন ধরনের ভলান্টিয়ারিং কার্যক্রমের সাথে ওতপ্রোতভাবে জড়িত। কবিতা লেখা তার শখ, পাশাপাশি গল্পও লেখে সে। গল্প, কবিতা কিংবা সাহিত্যের প্রতি গভীর এক ভালোবাসা থেকেই সে প্রতিষ্ঠা করে 'সাহিত্য রস' নামে এক সাহিত্য সংগঠন।

মন্তব্য করুন