স্বপ্নের সিঁড়ি

86
0

প্রেমের জন্যই বেঁচে থেকে
জিজ্ঞেস করো, প্রেম কী?
এ কেমন প্রশ্ন তুমি করলে আমায়,
প্রেমই তো মানুষের মৃত্যু থামায়।

আবার যদি প্রশ্ন করো,
“প্রেম কি বলতে পারো?”
প্রেমিকের সুরে বলবো তখন,
দাঁড়াওতো তুমি আয়নায় এখন।
প্রেম চিনেনা প্রেম কে,
কেন যে জাননা তুমিই সে!

তোমার জন্যই বেঁচে থাকা
স্বপ্ন দেখা এই শহরে,
বেঁচে থাকার কারণ তুমি
মনে পড় সব প্রহরে!

আখিরুল ইল্লিন
লিখেছেন

আখিরুল ইল্লিন

জন্ম টাঙ্গাইলের সখিপুরে। বেড়ে উঠাও সেখানেই। ছোটবেলা থেকেই পড়াশোনায় ভালো। পড়াশোনার পাশাপাশি দুর্দান্ত এ বালক বিভিন্ন ধরনের ভলান্টিয়ারিং কার্যক্রমের সাথে ওতপ্রোতভাবে জড়িত। কবিতা লেখা তার শখ, পাশাপাশি গল্পও লেখে সে। গল্প, কবিতা কিংবা সাহিত্যের প্রতি গভীর এক ভালোবাসা থেকেই সে প্রতিষ্ঠা করে 'সাহিত্য রস' নামে এক সাহিত্য সংগঠন।

মন্তব্য করুন