আকাশে মিটিমিটি তারা, প্রধান রাস্তার পাশে খোলা আকাশের নিচে অচেনা, অপরিচিত এক জায়গায় বিশাল খোলা এক মাঠে মধ্যরাতের আগের রাতের বেলা প্রচন্ড গরমের দিনে ঠান্ডা হাওয়া বইছে, কানে বাজছে রীবন্দ্রসংগীত…..
❝ তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে।❞,
❝ সখী, ভাবনা কাহারে বলে?
সখী, যাতনা কাহারে বলে?
তোমরা যে বলো দিবস-রজনী
“ভালোবাসা” “ভালোবাসা”
সখী, ভালোবাসা কারে কয়?
সে কি কেবলই যাতনাময়? ❞ এসব।
মৃদু সংগীতের আওয়াজের মধ্যে অনুভব করছি মাঝে মাঝে পাশের রাস্তা দিয়ে বিভিন্ন ধরনের গাড়ির আসা যাওয়ার বিষটা। জোনাক পোকা মাঝে মাঝে এসে আলো ছড়িয়ে যাচ্ছে। এই পরিবেশের মধ্যে নির্বাক হয়ে বসে আছি আমি, সাথে একরাশ বিষণ্নতা।
এইযে বিষণ্নতা, খোলা আকাশ, বিশাল মাঠ, জোনাক পোকা, নির্বাক আমি এসবের মধ্যেও, প্রকৃতির এতো ব্যস্ততার মধ্যেও তুমি বিরাজ করো। তোমাকে না পাওয়ার বেদনা প্রকৃতিও অনুভব করে। প্রকৃতিও বিষণ্ণ হয়, প্রকৃতিরও মন খারাপ হয়।🌺