অযাচিত – আফরোজ মেহরুবা

211
0

আমি কিভাবে আশা করতে পারি, যেখানে কোনো প্রত্যাশা নেই;

ছিল অপরাহ্ন, ছিল চন্দ্রালোকিত রাত , কিন্তু কারো সাথে হাঁটার মতো সুন্দর নয়।

জীবন চলমান ছায়া ছাড়া কিছু নয়,হেঁটে চলে মৃত্যু সড়কের উপর দিয়ে, এবং

সবচেয়ে অনাকাঙ্ক্ষিত জিনিসটা মৃত্যু নয়, মৃত্যুভয় মাত্র।

(সংগৃহীত)

মন্তব্য করুন