আমাদের সম্পর্কে

আমাদের সম্পর্কে

সাহিত্য রস একটি সাহিত্য বিষয়ক সংঘঠন।
সাহিত্য রস [sahittorosh.com] বাংলা সাহিত্যের উন্নয়ন ও প্রসারে নিবেদিত একটি অনলাইন প্ল্যাটফর্ম। আমরা বাংলা সাহিত্যের প্রতিটি দিক, খ্যাতিমান কবি-লেখক থেকে সমকালীন কবি-লেখক, কবিতা থেকে উপন্যাস, সাহিত্য সমালোচনা থেকে অনুবাদ, সাহিত্যের সকল বিষয় নিয়েই আমরা কাজ করছি।

আমাদের লক্ষ্য হলো বাংলা সাহিত্যকে আরও বেশি করে মানুষের কাছে পৌঁছে দেওয়া এবং বাংলা সাহিত্যের প্রতি আগ্রহ জাগানো। আমরা বিশ্বাস করি সাহিত্য আমাদের চিন্তাধারা, মূল্যবোধ এবং জীবন-যাপনকে প্রভাবিত করে।

আমরা কী করি?

১. বাংলা সাহিত্যের বিভিন্ন লেখকের রচনা প্রকাশ করাঃ আমরা স্বাধীন বাংলা সাহিত্যের লেখকদের পাশাপাশি অধুনা বাংলা সাহিত্যের লেখকদেরও রচনাও প্রকাশ করি।

২. সাহিত্য সমালোচনা করাঃ আমরা বিভিন্ন সাহিত্যকর্মের সমালোচনা করাঃ পাঠকদেরকে সেই সাহিত্যকর্মগুলো আরও ভালোভাবে বুঝতে সাহায্য করি।

৩. সাহিত্য অনুবাদ করাঃ আমরা বিদেশী সাহিত্যের বাংলা অনুবাদ করি, পাঠকদেরকে বিশ্ব সাহিত্যের সাথে পরিচয় করিয়ে দেই।

৪. সাক্ষাৎকার প্রকাশ করাঃ আমরা বাংলা সাহিত্যের বিশিষ্ট লেখক, কবি, সমালোচকদের সাক্ষাৎকার প্রকাশ করি।

৫. সাহিত্য সংবাদ প্রকাশ করাঃ আমরা বাংলা সাহিত্য জগতের নানা খবর ও ঘটনা প্রকাশ করি।
আমরা আশা করি, ‘সাহিত্য রস’ বাংলা সাহিত্যপ্রেমীদের জন্য একটি উপযোগী মঞ্চ হয়ে উঠবে।

আপনাদের পরামর্শ ও মন্তব্য আমাদের সবসময় উৎসাহিত করবে।

E-mail:
[email protected]
[email protected]
[email protected]
blog.sahittorosh.com