ভেজাল না হাইব্রিড? এই নিয়ে তর্ক অবান্তর:
হরিণীর গর্ভ থেকে জন্ম নিচ্ছে দাঁতাল শুয়র।
বিরক্ত গৃহিণী থেকে গুজগুজে ক্রুদ্ধ ভিখিরিণী
চালের কাঁকর বাছে, কাঁইয়ে মাখে লবণাক্ত চিনি।
জীবনবিরোধী এই পৌর জল, ওষুধের শিশি,
স্কচের লেবেল-আঁটা বোতলেও পুরোটাই দিশি!
শখের মুরতাদি করে অনেকেই হয় খ্যাতিমান
জীবন সায়াহ্নে এসে ফিরে পায় অনড় ঈমান।
বিশুদ্ধ ধার্মিক কই? এ-কথাও লোকমুখে ফেরে:
যে-খাটে বিশ্বাসী বসে প্রতিদিন তুমুল জেকেরে
‘আল্লাহু আল্লাহু’ বলে থরহরি আরশ কাঁপান
সে-খাটেও ঘুণপোকা নিত্য গায় সন্দেহের গান।
তেমন বিপ্লবী কই? মশালেও জ্বলে না আগুন;
ধর্মের কাফন পরে গোরে ঢোকে মৃত হুমায়ুন!