তেঁতুল গাছে পেত্নী নাচে তবলা বাজায় ভূতে–
দুপুর রাতে ভিরমি খেলো ছিদাম মাঝির পুতে ।
ভূতকে ডেকে পেত্নী বলে: হ্যাঁগো,
অই যে দেখো গাছের তলায় ভয় পেয়েছে কে গো!
ভূত তো ভেবে পায় না কিছু: কী করা যায়, হাঁরে,
এখন আমি রাত-বিরেতে বদ্যি ডাকি কারে?
এরচে’ বরং মন্ত্র পড়ে ঝেড়েই দেখি নিজে–
ধুত্তরি যা, ভুলেই গেছি ভূতের ঝাড়া কী যে!
পেত্নী বলে: এই পেয়েছি, একটুখানি রসো,
শেওড়া-পাতার কষ লাগিয়ে নাকের ডগায় ঘষো!