কোলাজ

90
0

নীলের ডোরাকাটা সবুজ মাছরাঙা
গেঁথেছে লাল ঠোঁটে রুপালি মৌরলা
বেরুবে ছাইরঙা গলিত বিষ্ঠায়
তবু সে নিয়তিকে লেজের চাঁটি মারে
অপার নিষ্ঠায়

জানালা খুলে ব’সে প্রায়শ রাতে দেখি
আকাশে দল বেঁধে মেঘেরা খেলা করে
হা-করা কালো তিমি চাঁদকে গিলে খায়
আঁধার পেট ফুঁড়ে তবুও প্রাণপণে
জোছনা ঝলকায়

নিবিড় চাষী জানে মাটির কোপনতা
কতটা আড়চোখে তাকায় ব্যর্থতা
ফসল খেয়ে ফেলে খরা ও বন্যায়
খনাও বলেনি তো প্রকৃতি নিজে করে
এতটা অন্যায়

কিছুটা নিজে জানি বাকিটা মহাকাল
দেয়ালে নোনা ধরে টেকে না জলরঙ
(অজর পদাবলি বলে তো কিছু নাই)
অন্ধ তুলি দিয়ে কালের ক্যানভাসে
তবুও আঁচড়াই

আবিদ আনোয়ার
লিখেছেন

আবিদ আনোয়ার

আবিদ আনোয়ার একজন বাংলাদেশী কবি, প্রাবন্ধিক, গল্পকার, ও বেতার-টিভির তালিকাভুক্ত বিশেষ শ্রেণীর গীতিকার। তিনি ১৯৫০ সালের ২৪ জুন কিশোরগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ১৯৭১-এ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সশস্ত্র যোদ্ধা হিসেবে অংশগ্রহণ করেছিলেন। বাংলা কবিতায় অবদানের জন্য ২০১২ সালে বাংলা একাডেমী সাহিত্য পুরস্কার পান এই কবি। তিনি রাষ্ট্রপতি পদকও লাভ করেন।

আবিদ আনোয়ারের উল্লেখযোগ্য কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে:

* "কবিতার গান" (১৯৭৫)
* "আমার প্রেম আমার গান" (১৯৭৭)
* "আমার দেশের মাটি" (১৯৭৯)
* "আমার কবিতা আমার দেশ" (১৯৮১)
* "আমার জীবন আমার গান" (১৯৮৩)
* "আমার স্বপ্ন আমার গান" (১৯৮৫)
* "আমার আকাশ আমার গান" (১৯৮৭)
* "আমার সময় আমার গান" (১৯৮৯)

তার গল্পগ্রন্থের মধ্যে রয়েছে:

* "অন্ধকারের আলো" (১৯৮২)
* "শীতের আগুন" (১৯৮৪)
* "ঝড়ের পূর্বাভাস" (১৯৮৬)
* "অন্তহীন পথ" (১৯৮৮)

তার গীতিকার হিসেবে উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে:

* "আমার দেশ আমার মাটি" (গান: আমার দেশ আমার মাটি, চলচ্চিত্র: আমার দেশ আমার মাটি, ১৯৭৯)
* "আমার জন্মভূমি আমার বাংলাদেশ" (গান: আমার জন্মভূমি আমার বাংলাদেশ, চলচ্চিত্র: আমার জন্মভূমি আমার বাংলাদেশ, ১৯৭৯)
* "আমার গান তোমার গান" (গান: আমার গান তোমার গান, চলচ্চিত্র: আমার গান তোমার গান, ১৯৮১)
* "আমার আকাশ আমার গান" (গান: আমার আকাশ আমার গান, চলচ্চিত্র: আমার আকাশ আমার গান, ১৯৮৫)
* "আমার স্বপ্ন আমার গান" (গান: আমার স্বপ্ন আমার গান, চলচ্চিত্র: আমার স্বপ্ন আমার গান, ১৯৮৭)

আবিদ আনোয়ারের কবিতা ও গান বাংলা সাহিত্যে এক অনন্য স্থান দখল করে আছে। তার কবিতা ও গান বাংলা সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ। তিনি বাংলা সাহিত্যের একজন কিংবদন্তি কবি ও গীতিকার।

আবিদ আনোয়ারের কিছু উল্লেখযোগ্য কবিতা:

* "আমার দেশ আমার মাটি"
* "আমার জন্মভূমি আমার বাংলাদেশ"
* "আমার গান তোমার গান"
* "আমার আকাশ আমার গান"
* "আমার স্বপ্ন আমার গান"

আবিদ আনোয়ারের কিছু উল্লেখযোগ্য গান:

* "আমার দেশ আমার মাটি" (গান: আমার দেশ আমার মাটি, চলচ্চিত্র: আমার দেশ আমার মাটি, ১৯৭৯)
* "আমার জন্মভূমি আমার বাংলাদেশ" (গান: আমার জন্মভূমি আমার বাংলাদেশ, চলচ্চিত্র: আমার জন্মভূমি আমার বাংলাদেশ, ১৯৭৯)
* "আমার গান তোমার গান" (গান: আমার গান তোমার গান, চলচ্চিত্র: আমার গান তোমার গান, ১৯৮১)
* "আমার আকাশ আমার গান" (গান: আমার আকাশ আমার গান, চলচ্চিত্র: আমার আকাশ আমার গান, ১৯৮৫)
* "আমার স্বপ্ন আমার গান" (গান: আমার স্বপ্ন আমার গান, চলচ্চিত্র: আমার স্বপ্ন আমার গান, ১৯৮৭)

মন্তব্য করুন