কবি

85
0

আমার শৈশবে নাকি মাকে ডেকে বলেছিলো ময়াজ ফকির:
সেরেক বিন্নির সাথে নবান্নের ক্ষীর
রেঁধে শিন্নি দিবি খুশিমনে বাবার দরগায়;
সেখানে যে আধল্যাংটা পাগলাটা নিজহাতে ক’ষে চড় খায়
গাউসুল আজমের দিদার পায়নি বলে,
কখনো উদাস ব’সে খোলামেলা আকাশের তলে
“রে দয়াল, আটকে আছি ভবানীর হাটে”
ব’লে উল্টোপাল্টা গান গায় শেওলা-পড়া পুকুরের ঘাটে
উদোম ছেলেকে দিয়ে কোনোমতে ছুঁয়ে নিস্ তাকে….

অথচ বোঝেননি তিনি অছিলার গৈবী এনে বানালেন কাকে!

আরে! এ তো সেই দরগা-তলার ভাঙা শানের চাতালে-বসা ল্যাংটাটারই মতো!
ঝিনুকের ঢঙে পরানটা খুলে সোনার পেরেকে করছে আহত
নিজেকেই। হায় হায়, মানুষের মেল থেকে পরিত্যক্ত প্রায়
তুমুল বিষয়ী-রণে রাস্তার পঙ্গুটা তার ছেলেকে ডিঙিয়ে যায়।

এদিকে দরগার চেয়ে আরো বেশি রহস্যখচিত পরীর কাঁকালে
ছেলে তার ঘোরে-ফেরে; ঘুমে নয়, স্বপ্নে নয়, বিশুদ্ধ সকালে
দেখে সূর্য ভেঙে খান খান – কেঁপে ওঠে গোপন সন্ত্রাসে;
কখনো নিজেরই কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসে!

নরকের ফেরেস্তার মতো গনগনে বয়লার ঘেঁটে
তুলে আনে আগুনের ফুল, নাকি তারই আত্মাটা কেটে
মুক্তোর দানার মতো উলুবনে ছড়াবার দায়িত্ব নিয়ছে সে!
তাকে দেখে হে হে
ক’রে হাসে কিছু বুদ্ধিমান প্রাণী; ভণ্ড আলোচক
টিকা ও টিপ্পনি কাটে: এ যে দেখি হংসপালে বক
যথা গুণবান কবি,
চাঁড়ালের বাচ্চা হয়ে এ-ও দেখি হতে চায় শাশ্বতের নবী!

কখনো ঘুণের মতো কাটে তার শব্দাবলি নিজেরই অহং,
প্রায়শ আকাশ ফুঁড়ে দাঁতহীন ভেংচি কাটে ময়াজ স্বয়ং।

আবিদ আনোয়ার
লিখেছেন

আবিদ আনোয়ার

আবিদ আনোয়ার একজন বাংলাদেশী কবি, প্রাবন্ধিক, গল্পকার, ও বেতার-টিভির তালিকাভুক্ত বিশেষ শ্রেণীর গীতিকার। তিনি ১৯৫০ সালের ২৪ জুন কিশোরগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ১৯৭১-এ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সশস্ত্র যোদ্ধা হিসেবে অংশগ্রহণ করেছিলেন। বাংলা কবিতায় অবদানের জন্য ২০১২ সালে বাংলা একাডেমী সাহিত্য পুরস্কার পান এই কবি। তিনি রাষ্ট্রপতি পদকও লাভ করেন।

আবিদ আনোয়ারের উল্লেখযোগ্য কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে:

* "কবিতার গান" (১৯৭৫)
* "আমার প্রেম আমার গান" (১৯৭৭)
* "আমার দেশের মাটি" (১৯৭৯)
* "আমার কবিতা আমার দেশ" (১৯৮১)
* "আমার জীবন আমার গান" (১৯৮৩)
* "আমার স্বপ্ন আমার গান" (১৯৮৫)
* "আমার আকাশ আমার গান" (১৯৮৭)
* "আমার সময় আমার গান" (১৯৮৯)

তার গল্পগ্রন্থের মধ্যে রয়েছে:

* "অন্ধকারের আলো" (১৯৮২)
* "শীতের আগুন" (১৯৮৪)
* "ঝড়ের পূর্বাভাস" (১৯৮৬)
* "অন্তহীন পথ" (১৯৮৮)

তার গীতিকার হিসেবে উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে:

* "আমার দেশ আমার মাটি" (গান: আমার দেশ আমার মাটি, চলচ্চিত্র: আমার দেশ আমার মাটি, ১৯৭৯)
* "আমার জন্মভূমি আমার বাংলাদেশ" (গান: আমার জন্মভূমি আমার বাংলাদেশ, চলচ্চিত্র: আমার জন্মভূমি আমার বাংলাদেশ, ১৯৭৯)
* "আমার গান তোমার গান" (গান: আমার গান তোমার গান, চলচ্চিত্র: আমার গান তোমার গান, ১৯৮১)
* "আমার আকাশ আমার গান" (গান: আমার আকাশ আমার গান, চলচ্চিত্র: আমার আকাশ আমার গান, ১৯৮৫)
* "আমার স্বপ্ন আমার গান" (গান: আমার স্বপ্ন আমার গান, চলচ্চিত্র: আমার স্বপ্ন আমার গান, ১৯৮৭)

আবিদ আনোয়ারের কবিতা ও গান বাংলা সাহিত্যে এক অনন্য স্থান দখল করে আছে। তার কবিতা ও গান বাংলা সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ। তিনি বাংলা সাহিত্যের একজন কিংবদন্তি কবি ও গীতিকার।

আবিদ আনোয়ারের কিছু উল্লেখযোগ্য কবিতা:

* "আমার দেশ আমার মাটি"
* "আমার জন্মভূমি আমার বাংলাদেশ"
* "আমার গান তোমার গান"
* "আমার আকাশ আমার গান"
* "আমার স্বপ্ন আমার গান"

আবিদ আনোয়ারের কিছু উল্লেখযোগ্য গান:

* "আমার দেশ আমার মাটি" (গান: আমার দেশ আমার মাটি, চলচ্চিত্র: আমার দেশ আমার মাটি, ১৯৭৯)
* "আমার জন্মভূমি আমার বাংলাদেশ" (গান: আমার জন্মভূমি আমার বাংলাদেশ, চলচ্চিত্র: আমার জন্মভূমি আমার বাংলাদেশ, ১৯৭৯)
* "আমার গান তোমার গান" (গান: আমার গান তোমার গান, চলচ্চিত্র: আমার গান তোমার গান, ১৯৮১)
* "আমার আকাশ আমার গান" (গান: আমার আকাশ আমার গান, চলচ্চিত্র: আমার আকাশ আমার গান, ১৯৮৫)
* "আমার স্বপ্ন আমার গান" (গান: আমার স্বপ্ন আমার গান, চলচ্চিত্র: আমার স্বপ্ন আমার গান, ১৯৮৭)

মন্তব্য করুন