সাহিত্য রস

সবচেয়ে বড় কবিতা, গল্প, ছন্দ এবং গান প্রকাশের ওয়েবসাইট

ঈগল ও ঈশ্বর

1
0

আকাশে চক্কর কেটে গিরিশৃঙ্গে বসে আছে বিশাল ঈগল
শ্যেনদৃষ্টি দিয়ে চষে আপন ব্রহ্মাণ্ড তার―ডাঙা থেকে জল:
মীনরাজ্যে রাঘবেরা লেজ নাড়ে বিলে কিংবা খাদে,
ছাগ-মেষ-মৃগশিশু অকারণে লাফায় আহ্লাদে,
মায়ের সতর্ক দৃষ্টি এড়িয়ে কখনো যদি দূরে চলে যায়
ইঙ্গিতে উঁচিয়ে গ্রীবা ডেকে আনে আপন ভাষায়;
ক্ষুধার পীড়নে কারও কখনোবা মনে পড়ে মায়ের ওলান
নিজদায়ে ফিরে এসে মাতৃসুধা অমৃতের মতো করে পান।

বুলিয়ে লোলুপ দৃষ্টি মনে-মনে হেসে ওঠে অন্য একজন
সুউচ্চ পৈঠায় বসে গোপনে-গোপনে করে দীর্ঘ নিরীক্ষণ;
মাৎস্যন্যায়ে যে-বোয়াল সরপুঁটিকে করেছে হজম
বিলের সম্রাট ভেবে বোঝে না সে তারও আছে যম।

নধর ছাগলছানা এবং ঈগল দু’জনকেই গড়েছেন বিধি
তবুও শেষোক্তজন গুণেমানে ঈশ্বরের যোগ্য প্রতিনিধি:
দু’জনই আকাশচারী নিজ নিজ শিকারের দৃষ্টি থেকে দূরে
অমোঘ থাবায় গেঁথে শেষে তাকে নিয়ে যায় নিজ অন্তঃপুরে―
ক্ষুদ্রতম কীট থেকে পিপীলিকা, নর-নারী, শুণ্ডী-ঐরাবত
সীমিত আয়ুর শেষে কেউবা নরকযানে কেউ চড়ে চারু স্বর্গরথ।

জীবের সুখাদ্য জীব―এই মর্মে বোঝা যায় ঈগলের খাঁই,
তিনি কেন সর্বভুক যার কোনো ক্ষুধা-তৃষ্ণা নাই?

আবিদ আনোয়ার
WRITTEN BY

আবিদ আনোয়ার

আবিদ আনোয়ার একজন বাংলাদেশী কবি, প্রাবন্ধিক, গল্পকার, ও বেতার-টিভির তালিকাভুক্ত বিশেষ শ্রেণীর গীতিকার। তিনি ১৯৫০ সালের ২৪ জুন কিশোরগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ১৯৭১-এ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সশস্ত্র যোদ্ধা হিসেবে অংশগ্রহণ করেছিলেন। বাংলা কবিতায় অবদানের জন্য ২০১২ সালে বাংলা একাডেমী সাহিত্য পুরস্কার পান এই কবি। তিনি রাষ্ট্রপতি পদকও লাভ করেন।

আবিদ আনোয়ারের উল্লেখযোগ্য কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে:

* "কবিতার গান" (১৯৭৫)
* "আমার প্রেম আমার গান" (১৯৭৭)
* "আমার দেশের মাটি" (১৯৭৯)
* "আমার কবিতা আমার দেশ" (১৯৮১)
* "আমার জীবন আমার গান" (১৯৮৩)
* "আমার স্বপ্ন আমার গান" (১৯৮৫)
* "আমার আকাশ আমার গান" (১৯৮৭)
* "আমার সময় আমার গান" (১৯৮৯)

তার গল্পগ্রন্থের মধ্যে রয়েছে:

* "অন্ধকারের আলো" (১৯৮২)
* "শীতের আগুন" (১৯৮৪)
* "ঝড়ের পূর্বাভাস" (১৯৮৬)
* "অন্তহীন পথ" (১৯৮৮)

তার গীতিকার হিসেবে উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে:

* "আমার দেশ আমার মাটি" (গান: আমার দেশ আমার মাটি, চলচ্চিত্র: আমার দেশ আমার মাটি, ১৯৭৯)
* "আমার জন্মভূমি আমার বাংলাদেশ" (গান: আমার জন্মভূমি আমার বাংলাদেশ, চলচ্চিত্র: আমার জন্মভূমি আমার বাংলাদেশ, ১৯৭৯)
* "আমার গান তোমার গান" (গান: আমার গান তোমার গান, চলচ্চিত্র: আমার গান তোমার গান, ১৯৮১)
* "আমার আকাশ আমার গান" (গান: আমার আকাশ আমার গান, চলচ্চিত্র: আমার আকাশ আমার গান, ১৯৮৫)
* "আমার স্বপ্ন আমার গান" (গান: আমার স্বপ্ন আমার গান, চলচ্চিত্র: আমার স্বপ্ন আমার গান, ১৯৮৭)

আবিদ আনোয়ারের কবিতা ও গান বাংলা সাহিত্যে এক অনন্য স্থান দখল করে আছে। তার কবিতা ও গান বাংলা সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ। তিনি বাংলা সাহিত্যের একজন কিংবদন্তি কবি ও গীতিকার।

আবিদ আনোয়ারের কিছু উল্লেখযোগ্য কবিতা:

* "আমার দেশ আমার মাটি"
* "আমার জন্মভূমি আমার বাংলাদেশ"
* "আমার গান তোমার গান"
* "আমার আকাশ আমার গান"
* "আমার স্বপ্ন আমার গান"

আবিদ আনোয়ারের কিছু উল্লেখযোগ্য গান:

* "আমার দেশ আমার মাটি" (গান: আমার দেশ আমার মাটি, চলচ্চিত্র: আমার দেশ আমার মাটি, ১৯৭৯)
* "আমার জন্মভূমি আমার বাংলাদেশ" (গান: আমার জন্মভূমি আমার বাংলাদেশ, চলচ্চিত্র: আমার জন্মভূমি আমার বাংলাদেশ, ১৯৭৯)
* "আমার গান তোমার গান" (গান: আমার গান তোমার গান, চলচ্চিত্র: আমার গান তোমার গান, ১৯৮১)
* "আমার আকাশ আমার গান" (গান: আমার আকাশ আমার গান, চলচ্চিত্র: আমার আকাশ আমার গান, ১৯৮৫)
* "আমার স্বপ্ন আমার গান" (গান: আমার স্বপ্ন আমার গান, চলচ্চিত্র: আমার স্বপ্ন আমার গান, ১৯৮৭)

মন্তব্য করুন