এখানে আকাশ নেই, চন্দ্রসূর্য গ্রহতারা দূর পরাহত;
আদিম আঁধারে শুধু ইতিউতি শোনা যায় কিছু হুম-হাম
প্রেতের উল্লাসধ্বনি, তা না-হলে বলা যেতো মৌন চরাচর,
নেই কোনো হাহাকারও, মানুষের মুখে-আঁটা পশুর লাগাম,
প্রহারে নিস্তেজ হয়ে ভুলে গেছে মানবীয় ক্লিষ্ট আর্তস্বর–
ধৈর্য্যের মলমে শুধু সুকৌশলে মুছে ফেলে যন্ত্রণার ক্ষত।
কী হবে আব্রুও ঢেকে নির্ভেজাল নগ্নতাই পোশাক যখন!
কদর্য মিলন শেষে পৃথিবীর ঘরে-ঘরে গর্ভবতী নারী
গোপনে মানত করে: আমার সন্তান হয় যেন দুর্যোধন!
বিবেক দংশিত হবে নেই কোনো ধৃতরাষ্ট্র অথবা গান্দারী।
আমি শুধু জেনে গেছি: পোকার রাজত্বে আমি অসহায় ফল–
জানি না কে বেঁচে আছি: এটাই কি আমি নাকি আমার বাকল!