ডুবে যেতে যেতে

79
0

জলমগ্ন বাঙলাদেশ: নাকি এক ল্যাগব্যাগে তরল ড্রাগন
হিমালয় থেকে নেমে গিলেছে শস্যের মাঠ, বন-উপবন;
নিঝুম দ্বীপের মতো ভাসমান শুধু কিছু ক্লিন্ন লোকালয়
তাকেও জুজুর মতো লেলিহান জিহ্বা নেড়ে সে দেখায় ভয়,
তবুও জীবনছন্দে মুখরিত ব্যস্ত জনপদ
উজিয়ে সকল বাধা, পায়ে-পায়ে সমূহ বিপদ
যে-যার কর্তব্যে যায়; অজানা আতঙ্কে কাঁপে দুরু দুরু জননীর প্রাণ
কোমরে ঘুঙুর বেঁধে ছেড়ে দিয়ে হাঁটি-হাঁটি কোলের সন্তান:
শব্দ শুনে বুঝে নেয় নানা কাজে ব্যস্ত প্রিয়জন
কতদূর হেঁটে গেলো দুষ্টুমতি তাদের খোকন।
* * *
নুনুর কাছে ঘণ্টি নড়ে,
সাধ্যি কী যে খোকনসোনা খন্দে পড়ে!
ভুবন জুড়ে বাজছে যেন একটিই সুর, একটি শুধু গান,
ধ্যানীর মতো সারাটা বাড়ি শুনছে পেতে কান।
* * *
তাহলে কি উৎকন্ঠিত আমারও জননী কিংবা বুবু ও দাদীমা
এভাবেই এঁকে দিতো এ আমার গন্তব্যের সীমা?
* * *
হয়তো সে শব্দময় অস্তিত্বের সীমানা পেরিয়ে নিঃশব্দেই জানি না কখন প’ড়ে গেছি বিকট পাতালে; চারপাশে খানাখন্দ: উপদংশ-কবলিত স্বৈরিণীর সুবর্ণ ব-দ্বীপে কাদা, আমাকে লোভায় তার সুগভীর ব্যক্তিগত খাড়ি; বিষম হা-করে থাকে পানপাত্র; বন্ধুর বাড়িয়ে-দেয়া অমসৃণ বাঁকা করতল, দ্রাবিড়ীয় কিশোরীর গালে-পড়া টোল আর চটুল হাসিতে খুব ফেটে-পড়া প্রেমিকার মুখের ব্যাদানকেও আজকাল বড় কোনো গর্ত মনে হয়–ক্রুর জল পাক খায় লাভার দাপটে; উন্মাতাল ঘূর্ণিজলে সুবোধ কুটোর মতো ভাসি-ডুবি বিবিধ মুদ্রায়…চুমুকে চুমুকে ডুবি…চুমুতে চুমুতে; নগরীর নানাস্থানে বিপদ-সরণি, মেয়রের পেতে-রাখা অ্যাশফল্টের চোরাবালি আমাকে ডোবায়।

‘আপদে ভরসা প্রাপ্তি’ এমন অভয়বাণী লেখেনি ঠিকুজি
অতল পাতালে তবু ডুবে যেতে যেতে প্রায়শ কী যেন খুঁজি;
পরাস্বপ্নে কেঁদে ওঠে আজও কিছু প্রত্যাশার ক্ষীয়মাণ রেশ.
ঘুঙুর বাজাবো বলে হাতড়ে ফিরি কোমরের বিভিন্ন প্রদেশ!

আবিদ আনোয়ার
লিখেছেন

আবিদ আনোয়ার

আবিদ আনোয়ার একজন বাংলাদেশী কবি, প্রাবন্ধিক, গল্পকার, ও বেতার-টিভির তালিকাভুক্ত বিশেষ শ্রেণীর গীতিকার। তিনি ১৯৫০ সালের ২৪ জুন কিশোরগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ১৯৭১-এ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সশস্ত্র যোদ্ধা হিসেবে অংশগ্রহণ করেছিলেন। বাংলা কবিতায় অবদানের জন্য ২০১২ সালে বাংলা একাডেমী সাহিত্য পুরস্কার পান এই কবি। তিনি রাষ্ট্রপতি পদকও লাভ করেন।

আবিদ আনোয়ারের উল্লেখযোগ্য কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে:

* "কবিতার গান" (১৯৭৫)
* "আমার প্রেম আমার গান" (১৯৭৭)
* "আমার দেশের মাটি" (১৯৭৯)
* "আমার কবিতা আমার দেশ" (১৯৮১)
* "আমার জীবন আমার গান" (১৯৮৩)
* "আমার স্বপ্ন আমার গান" (১৯৮৫)
* "আমার আকাশ আমার গান" (১৯৮৭)
* "আমার সময় আমার গান" (১৯৮৯)

তার গল্পগ্রন্থের মধ্যে রয়েছে:

* "অন্ধকারের আলো" (১৯৮২)
* "শীতের আগুন" (১৯৮৪)
* "ঝড়ের পূর্বাভাস" (১৯৮৬)
* "অন্তহীন পথ" (১৯৮৮)

তার গীতিকার হিসেবে উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে:

* "আমার দেশ আমার মাটি" (গান: আমার দেশ আমার মাটি, চলচ্চিত্র: আমার দেশ আমার মাটি, ১৯৭৯)
* "আমার জন্মভূমি আমার বাংলাদেশ" (গান: আমার জন্মভূমি আমার বাংলাদেশ, চলচ্চিত্র: আমার জন্মভূমি আমার বাংলাদেশ, ১৯৭৯)
* "আমার গান তোমার গান" (গান: আমার গান তোমার গান, চলচ্চিত্র: আমার গান তোমার গান, ১৯৮১)
* "আমার আকাশ আমার গান" (গান: আমার আকাশ আমার গান, চলচ্চিত্র: আমার আকাশ আমার গান, ১৯৮৫)
* "আমার স্বপ্ন আমার গান" (গান: আমার স্বপ্ন আমার গান, চলচ্চিত্র: আমার স্বপ্ন আমার গান, ১৯৮৭)

আবিদ আনোয়ারের কবিতা ও গান বাংলা সাহিত্যে এক অনন্য স্থান দখল করে আছে। তার কবিতা ও গান বাংলা সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ। তিনি বাংলা সাহিত্যের একজন কিংবদন্তি কবি ও গীতিকার।

আবিদ আনোয়ারের কিছু উল্লেখযোগ্য কবিতা:

* "আমার দেশ আমার মাটি"
* "আমার জন্মভূমি আমার বাংলাদেশ"
* "আমার গান তোমার গান"
* "আমার আকাশ আমার গান"
* "আমার স্বপ্ন আমার গান"

আবিদ আনোয়ারের কিছু উল্লেখযোগ্য গান:

* "আমার দেশ আমার মাটি" (গান: আমার দেশ আমার মাটি, চলচ্চিত্র: আমার দেশ আমার মাটি, ১৯৭৯)
* "আমার জন্মভূমি আমার বাংলাদেশ" (গান: আমার জন্মভূমি আমার বাংলাদেশ, চলচ্চিত্র: আমার জন্মভূমি আমার বাংলাদেশ, ১৯৭৯)
* "আমার গান তোমার গান" (গান: আমার গান তোমার গান, চলচ্চিত্র: আমার গান তোমার গান, ১৯৮১)
* "আমার আকাশ আমার গান" (গান: আমার আকাশ আমার গান, চলচ্চিত্র: আমার আকাশ আমার গান, ১৯৮৫)
* "আমার স্বপ্ন আমার গান" (গান: আমার স্বপ্ন আমার গান, চলচ্চিত্র: আমার স্বপ্ন আমার গান, ১৯৮৭)

মন্তব্য করুন