97
0

পর্ব-০১

আচ্ছা কবি মশাই পারু দিদির কী হইলো…

এখন আর পারু দিদির চিঠি আসে না কেন…?

পারু তো এখন আর আমার নাই রে তার তো বিয়ে হয়ে গেছে সে অন্য জনের সঙ্গে সুখের সংসার করছে মনে হয় সে আমাকে ভুলে গেছে..

পারু দিদি না আপনাকে ভালোবাসতো তাইলে আপনাকে বিয়ে করেনি কেন..

আরে প্রেম ভালোবাসা হইলে কী আর বিয়ে হয়,, ঐ উপর উলা যার সাথে বিয়ে ঠিক করে রেখেছে তার সাথে হয়…

আচ্ছা কবি মশাই আপনার কী পারু দিদির কথা মনে পরে তার,, জন্য কী কষ্ট হয়…

নারে নষ্ট পেয়ে আর কী হবে সে কী আর আমার হবে কিন্তু হে তাকে আমি সব সময় ভালোবাসে যাবো..

আচ্ছা কবি কবি মশাই পারু দিদির সাথে আপনার দেখা হয়েছিল কীভাবে..?

আমরা এক সাথে এক স্কুলে এক ক্লাসে পড়াশোনা করেছি,, স্কুলের প্রথম দিন পারুর সাথে আমার দেখা হয় ঐ দিন পারুর প্রেমে পড়ে গিয়েছিলা,,,

তারপর কী হইলো কবি মশাই..?

প্রথমে আমি পরু কে বলতে পারি না দৈনিক গোলাপ ফুল নিয়ে দারিয়ে থাকতাম রাস্তার পাশে ভয়ে কোনো দিনতে পারি নি…এ ভাবে কয়েক দিন কাটলো একদিন হঠাৎ করে এক রাস্তার পাশে তার সাথে আমার দেখা ভয়ে যখন আমি পাশ কাটিয়ে চলে যাচ্ছিলাম তখন নি একটি নরম কন্ঠ আমাকে ডাক দিল,, এই যে শোনেন.. আপনি কী আমাদের সাথে এক ক্লাস পড়েন, আমি বললাম জি আমি আপনার ক্লাস,, পারু আমার হাতে একটি বই দিয়ে বললো আমি কালকে স্কুলে যাবো না এই বই টি কী আমার জুতি কাছে দিতে পারবে,, আমি বললাম আচ্ছা ঠিক আছে,,,, সে আমাকে ধন্যবাদ দিয়ে চলে গেলে… এই ভাবে কয়েক মাস কেটে গেলে,, একদিন মনে অনেক জুর নিয়ে বলতে গেলাম রাস্তা দুই পাসে দুই জন আমি পারু কে পারু বলে ডাক দিয়ে বললাম দারাও হাতে ছিল একটি লাল গোলাপ সামনে গিয়ে দাড়ালাম ভয়ে আমার শরীর কাপছে,, দুই চোখ বন্ধ করে বলে দিলাম পারু আমি তোমার ভালোবাসি,, পারু কিছু না বলে গোলাম ফুল টা নিয়ে চলে গেল…

মন্তব্য করুন