অলস আমি

4
0

কাজ করা শিখতে হয় কিছুদিন।
আর কাজ করতে হয় কিছুদিন।
আর তারপর, জীবন শেষ।

কেনইবা শিখতে হবে কাজ,
জীবনটা আমার
কাটছিল তো বেশ।

এসব কথা ভাবতে গিয়ে,
করছি খেলা সময় নিয়ে।
না থামছে সময় কখনো,
কাজ শিখছিনা আমি এখনো।

জানিনা কি হবে শেষে,
এই অলসতাকে ভালোবেসে!
পরের বিষয় দেখা যাবে পরে,
হঠাৎ একদিন যাব আমি মরে।

তখন আর করতে
হবেনা কোন কাজ,
যেমনটা করা উচিৎ
আমার আজ।

আখিরুল ইল্লিন
WRITTEN BY

আখিরুল ইল্লিন

জন্ম টাঙ্গাইলের সখিপুরে। বেড়ে উঠাও সেখানেই। ছোটবেলা থেকেই পড়াশোনায় ভালো। বর্তমানে ইন্টার ১ম বর্ষের ছাত্র। পড়াশোনার পাশাপাশি দুর্দান্ত এ বালক বিভিন্ন ধরনের ভলান্টিয়ারিং কার্যক্রমের সাথে ওতপ্রোতভাবে জড়িত। কবিতা লেখা তার শখ, পাশাপাশি গল্পও লেখে সে। গল্প, কবিতা কিংবা সাহিত্যের প্রতি গভীর এক ভালোবাসা থেকেই সে প্রতিষ্ঠা করে 'সাহিত্য রস' নামে এক সাহিত্য সংগঠন।

মন্তব্য করুন