ভয়ংকর স্মৃতি

আমি ভুলতে পারি দূর আকাশের ওই চাঁদ, কিংবা ভুলে যেতে পারি মেঘের কান্না হয়ে ঝরে যত বৃষ্টির দাগ, মুশকিলের ব্যাপার এটাই ভোলা যায় না তোমায়, তোমায় ভুলিতে ভুলে যাই আমায়!

তুমি চলে যাওয়ার পর, পৃথিবীতে এখনো রাত নামে, ভোরের আলো ফুটে, পাখিরাও শূন্যে গান গায় আনমনে, শুধু আমি এই জঘন্য; থেমে আছি তোমার স্মৃতিচারণে!

তুমি নেই, তোমার স্মৃতি বুনে কত’শত ছন্দ সাজাই, তুমি আসবে না হবে না আমার, এ মহাসত্য জেনেও; নিজেকে অপেক্ষা করাই, রীতিমত নিজেই নিজেকে কাদা’ই!
তুমি নেই, তোমার স্মৃতি বুনে কত’শত ছন্দ সাজাই, তুমি আসবে না হবে না আমার, এ মহাসত্য জেনেও; নিজেকে অপেক্ষা করাই, রীতিমত নিজেই নিজেকে কাদা’ই!

মায়াবতী, তুমি ভুলতে পারো আমায়, ভুলতে পারো আমার স্পর্শ, তুমি ফানুস হয়ে ওড়ো, ভয়ংকর স্মৃতি দিয়ে আমায় পড়ো, মুক্তি দাও নয়তো মৃত্যু কামনা করো!

আমি ভুলতে পারি পৃথিবী, শুধু তুমি ব্যতীত মায়াবতী, রেখে গেছো হাজার ভয়ংকর স্মৃতি, আমি অপেক্ষায় মরি বাঁচি, তোমার আক্ষেপে ভিজুক এ’দু চোখ, তুমি নয় তোমার স্মৃতি প্রকৃত ঘাতক!

মন্তব্য করুন