একটু ভালোবাইসেন

96
0

আমাকে একটু ভালোবাইসেন!
ঘুম না হওয়া রাতে মাথার পাশে
বসে একটু হাত বুলিয়ে দিয়েন।
আমাকে একটু ভালোবাইসেন!
খুব একাকি অনুভব করলে
আমার নিঃসঙ্গতার সঙ্গী হইয়েন।
আমাকে একটু ভালোবাইসেন!
বৃদ্ধ বয়সে ঝাপসা চোখে
রাস্তা পাড়াপাড়ের সঙ্গী হইয়েন।
আমাকে একটু ভালোবাইসেন!
ছোট্ট একটা কুঁড়েঘর একসাথে
থাকার স্বপ্ন দেখাইয়েন।
খুব বেশি কিছু চাই না
আমাকে একটু ভালোবাইসেন!

সুমন
লিখেছেন

সুমন

No

মন্তব্য করুন