পোড়ামাটি

দূরে যাও
থেকো না এখানে
চিরদিন উড়ন্ত শাম্পানে
ছন্নছাড়া
চিঠি তো পুড়েছে একতাড়া
আগুনে পুড়েছে শত পাড়া

দূরে যাও
থেকো না এখানে
দূরে যাও
থেকো না এখানে
কাকে পাও?

মন্তব্য করুন