এখানেও প্রেম হয়

97
1

এখানেও প্রেম হয়,

যেখানে লালনের একতারার নিনাদে

মিশে থাকে অন্তর্গত তত্ত্বের সূক্ষ্ম সুর।

প্রেম যে, লালনের সাধনায়

শুধু মানব-মূল্য নয়,

বিরহ-বেদনার সীমা ছাড়িয়ে

আত্মার সাথে আত্মার মেলবন্ধন।

সে প্রেমে নেই জাগতিক আকাঙ্ক্ষা,

নেই চেতন-অচেতনের বিভাজন।

লালনের একতারা,

যে শুধুই সুরের বাহক নয়,

বরং মহাজাগতিক সত্যের আভাস,

যেখানে প্রেমের সংজ্ঞা সীমাহীন—

ধর্মের উর্ধ্বে, সমাজের গণ্ডি পেরিয়ে,

নগ্ন আত্মার শুদ্ধ রূপ সেখানে প্রকাশিত।

এই প্রেম তো লালনের সন্ধানী পথের

অপরূপ এক আকাঙ্ক্ষা,

যে আকাঙ্ক্ষা সব জ্ঞানের মর্মে বোধি লাভ।

এখানেও প্রেম হয়,

যেখানে একতারার স্পন্দনে

মানবাত্মার যাত্রাপথ জাগ্রত হয়,

যে যাত্রা প্রণয়ের অতি সূক্ষ্ম একতা,

জন্ম-মৃত্যুর চক্র ছাড়িয়ে

অন্তহীন সময়ের ভিতরে প্রবাহিত।

লালনের প্রেম,

যেন এক অমৃতের তৃষ্ণা,

যে তৃষ্ণা পূর্ণ হয় না কখনো,

তবুও সে খোঁজ চলে অন্তরালে।

এই প্রেম তো রূপ-নিরূপ,

অধরাও ধরা দেয় তাতে,

যেখানে লালনের গানের প্রতিটি ছন্দে

বাজে অন্তিমের একতা।

এখানেও প্রেম হয়,

লালনের প্রেমের মতো গভীর,

অলৌকিক, বোধাতীত,

যেখানে শুধুই আত্মার সাথে আত্মার সংযোগ,

মোহের সমস্ত আচ্ছাদন ফেলে।

মন্তব্য করুন

একটি চিন্তা “এখানেও প্রেম হয়