ঐ দেখা যায়, নেই তো কিছুই! কোথায় আমার গাঁ ?
কানা বগী তালগাছেরও খবর রাখে না ।
প্রশ্ন করার – সাহস বা কার,
ও বগী তুই খাস কী ?
মিলবে জবাব – ঘিলুর কাবাব
মুণ্ডু দিতে চাস কি ?
আসবে ছুটে বগী তো নয়, হাজার খয়ের খাঁ ।
পান্তা পুটির – ভগ্ন কুটীর
করছে দখল অন্যে
রাজধানীটার – ফুটপাতই তার
ছাউনী পাতার জন্যে ।
কংক্রিটে সে শুয়ে খোঁজে, কোথায় মাটি মা !