তোমার সুখে সুখ মেনেছি বলে
দুঃখ পাবার অধিকারটা যায়নি আমার চলে ।।
দুঃখ আমার আমারই থাক গোপন বুকে
তাকে ) আড়াল করে সুখের চারা করবো নাহয় রোপন বুকে
দোষ কি বলো সেই সবুজে তোমার তৃপ্তি হলে ।।
আমি যখন আমার আমি – একা
দুঃখগুলোর সঙ্গে তখন দেখা,
অনেক যত্ন করে তখন কাঁদি
অনেক যত্নে আবার বুকে বাঁধি ।
একটু আমার অভিনয়েই সুখের ছবি
তাকে ) তোমার হাতে দিলেই দেখি হাসছে তোমার মুখের ছবি
পড়বে কেন সেই প্রহরে আমার অশ্রু গলে !!