ভালো আছি আমি

একই শহর এর অছিলায় তোমার আমার বার বার দেখা হয়। আর যতবার – দেখা হয় আমরা চেষ্টা বারি একে অপর এর থেকে ভালো অভিনয় করার। তবে আজ-কাল – নিজেকে দেখলে বড্ড মায়া হয় নিজের প্রতি কি সুন্দর হাসতে পারো তুমি।পারি না আমি।
পরিশেষে বাঁচতে পারো তুমি-বোকা সাজি আমি। কিছুই থেমেনেই তোমার আমার মিলন ছাড়া – । যত বার প্রশ্ন করেছো কেমন আছি??-জবাবে বলেছি ভালো । এতে কি পাপ হয়েছে? মিথ্যে ভন্ড প্রতারকাও বলে। তবে কি আমি হেরে প্রতারক তুমি হারিয়ে বিচার । তবে আমি প্রতারণা করিনি মিথ্যে বলিনি ভালোই আছি আমি । আসলেই অনেক ভালো 🖤

না বলা কথা

মন্তব্য করুন