জাগরণ

ঘুম ঘোরে ছিনু এতদিন
স্বপন দেখিতেছিনু কত
প্রাণ যেন হয়ে গেল ক্ষীণ
দুখে বনে ভ্রমি অবিরত।

কেহ কাছে নাহি আপনার
মুখ তুলে যার পানে চাই
শূন্য, শূন্য, শূন্য চারি ধার
একলাটি পথ চলে যাই।

শত কাঁটা বিঁধিয়াছে পায়
হাহাকার অশ্রুরাশি লয়ে
দিবস-রজনী চলে যায়
দীর্ঘ পথ তুব যায় বয়ে।

মন্তব্য করুন