হয়তো সে জানে

সে কি সত্যিই জানেনা
নাকি জেনেও তা মানেনা?
সে কি আমায় বুঝেনা
না, বুঝেও আমায় খুঁজেনা!

সে কি আমায় দেখেনা?
হয়তো সে দেখে
তবুও তা লেখেনা।

হয়তো সে বুঝে
কিংবা লুকিয়ে সে
আমায় খুঁজে!

হয়তো সে জানে,
হয়তো ভালোবাসাও মানে,
আমার নামে একারণে
বাজে কথা নেয়না কানে।

তবে আমার থেকে দূরে
থাকার কি তাহলে মানে?
তার প্রতি মায়া আমায়,
প্রতিনিয়ত টানে।

এই কথাটা হয়তো সে
ভালোভাবেই জানে।

মন্তব্য করুন