গুঞ্জন

যদি তোমার প্রেম হতো
যেকারো সাথে,
তার জান নিয়ে নিতাম
আমার হও যাতে।

কিন্তু যার জন্য জান দেই
তুমি জান বানিয়েছ তাকে।
তোমায় ছাড়া আমার মন
এখন একা কিভাবে থাকে?

তুমি আমার হলেও আমি শেষ
না হলেও থাকবেনা আমার রেশ!

অনেক দক্ষ দাবাড়ু তুমি
নিয়েছ পায়ের নিচের ভূমি
আকাশ কেরেছ মাথার উপর,
বানিয়ে দিয়েছ আমায় পর।

ভাসিয়েছ মহাশূন্যে,
আটকে দিয়েছ সবদিকেই
এখন হেরে যাওয়া কিংবা
হারিয়ে যাওয়া ছাড়া উপায় নেই।

মন্তব্য করুন