পশুর রাজত্বে আছি:
প্রতিদিন ভোরবেলা জগিংয়ের শেষে
শিঙের স্বাস্থ্য দেখে মহিষের দল;
প্রায়শ রাস্তার মোড়ে দেখা হলে জনৈক গণ্ডার
“কেমন আছেন” ব’লে হাসিমুখে কুশল শুধায়।
কবিতাটি মরা জোছনায় মধুচন্দ্রিমা বইয়ে প্রকাশিত হয়েছে।
পশুর রাজত্বে আছি:
প্রতিদিন ভোরবেলা জগিংয়ের শেষে
শিঙের স্বাস্থ্য দেখে মহিষের দল;
প্রায়শ রাস্তার মোড়ে দেখা হলে জনৈক গণ্ডার
“কেমন আছেন” ব’লে হাসিমুখে কুশল শুধায়।