আপন দর্পণে

নির্জনতাই প্রকৃত অর্থে আমার পরম সঙ্গী:
হেঁটেছি মিছিলে, মুখর মেলায়,
সময় কেটেছে হাজারও খেলায়
জনকলরোলে সমষ্টি খায় ব্যষ্টির মনোভঙ্গি।

নির্জনতাই বলে দেয় কিছু নির্জলা মহাসত্য:
আমি চিনি এই আমার আমি-কে,
নারী চেনে তার প্রকৃত স্বামীকে,
গোলামও ঝালায় প্রভুটার প্রতি কত তার আনুগত্য।

আয়না কখনো মিথ্যা বলে না, ভড়ংয়ের জানে অর্থ
যে-নারীকে দেখে আসর মাতাল
বাড়ি ফিরে সেও ধুয়ে ফেলে গাল:
বানানো তিলের নিচে ভেসে ওঠে নষ্ট ব্রণের গর্ত!

কবিতাটি আটকে আছি মধ্যনীলিমায় বইয়ে প্রকাশিত হয়েছে।

মন্তব্য করুন